মধ্যবিত্ত তুমি কোথা হইতে আসিয়াছ? উত্তর আসিল, সমাজের জট ও জঞ্জাল হইতে। সমাজের সেই জট ও জটিলতা কেমন তা সহজেই চিনতে পারা যায় আমাদের চারদিকে তাকালে। এমন নয় যে সব স্কুলপাঠ্য রচনাকেই গরুর রচনায় ফিরিয়ে আনা যায়, তবে সমাজের তল ও তলানি খুঁজতে গেলে মার্কস নামক এক ভদ্রলোকের ভাবনায় ডুবে থাকা ছাড়া জুড়ি নেই। এটাকে কেউ যাতে বাড়তি আঁতেলপনা বলে গাল না পাড়েন, তাই বলে রাখতে হচ্ছে, ‘মধ্যবিত্ত’ এই শব্দের ভিতর আসলে দুটি শব্দ ‘মধ্য’ ও ‘বিত্ত’—- একটি বিশেষণ অন্যটি বিশেষ্য।