রাগাশ্রয়ী সন্ধ্যা
কলকাতার চার তরুণ কৃতি শিল্পী গত ১৩ জানুয়ারি ঘন শীতের সন্ধ্যায় এক ঘরোয়া পরিবেশে উজাড় করে দিলেন তাঁদের সুর মূর্ছনা। কন্ঠে ঋষিতা, সরোদ ও সেতারের যুগলবন্দীতে রূপক ও সৌম্য এবং তবলায় সুশোভন। চারিদিকের জগঝম্প-বিষময় আবহে তা যেন প্রাণের শান্তি ও মনের দিশা। এক গভীর বোধ ও চেতনার অন্বিষ্টে শ্রোতারা তখন নির্বাক।