একটি নদীর পুনর্জন্ম
নদীয়া জেলার চাকদহ অঞ্চলে ভাগীরথীর এক শাখা নদী বুড়িগঙ্গা- বহু বছর প্রাণহীন শুকিয়ে মরে পড়ে ছিল। গত ৩০ বছর ধরে আন্দোলন করে চাকদহের পরিবেশ সচেতন মানুষেরা অবশেষে সে মরা গাঙে পুনরায় প্রাণ প্রতিষ্ঠা করতে পেরেছেন। নদীর পুনর্জীবনে জোয়ার এসেছে স্থানীয় মানুষের জীবন-জীবিকাতেও। এ রাজ্যে এই ধরনের ঘটনা প্রথম।