শিল্পকলার গল্পগাথা
শিল্পকলার যে অপার বিস্ময়, তাকে পাথেয় করে ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছেন শিল্পী তন্ময় সাঁতরা। তাঁর ভাবনা ও কাজের মধ্যে আছে এক বৈচিত্র্যময় সৃজনশীলতা। হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের চিত্রকলা বিভাগে অধ্যাপনার দায়িত্বের পরেও তিনি ছুটে বেড়ান মাঠেঘাটে, পর্যবেক্ষণ করেন জীবনের ছোটখাটো অনুষঙ্গ, ক্যানভাসে বা মৃৎশিল্পে ফুটিয়ে তোলেন তাঁর ভাবনার রূপ। সুর ও সেতারে এই নিবেদনটিকে মূর্ত ও ছন্দোময় করে তুলেছেন ডাঃ অরণ্যকুমার এম। কর্নাটকের ধ্রুপদী সঙ্গীত জগতে তিনি এক উজ্জ্বল নক্ষত্র।