তোমাদের মরণখেলা বন্ধ হল কেন, দেবীদা?
লম্বা কয়েদ খেটে মুক্ত জীবনে বেরল দেবী৷ সত্তরের বিপ্লব বিশ্বাসী যুবক৷ সে যখন জেলে ছিল, বাইরের পৃথিবীর পালটে যাবার খবর পেয়েছে অল্পস্বল্প৷ মামা আসতেন বছরে দু-একবার দেখা করতে৷ তাঁর কাছে জেনেছে, বাবা এখনও বেঁচে, চোখে কম দেখেন, বাড়ি থেকে বের হতে পারেন না৷ বাড়িতে ফিরবে না দেবী৷