২০২৪: কৃত্রিম বুদ্ধিমত্তার আগ্রাসী দুনিয়াদারি
২০২৪ কি হতে চলেছে আরও গভীর আমূল পরিবর্তনের এক বছর? কৃত্রিম বুদ্ধিমত্তার হাতে যখন চলে যাচ্ছে যাবতীয় জগৎ সংসারের ভার, prompt engineering’এর দক্ষতা সহযোগে, কিছু ব্যতিক্রম বাদে, মনুষ্য-শ্রম যখন হয়ে পড়ছে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়ক উপাদান মাত্র, তখন প্রায়-কর্মহীন মানুষের জীবনযাপন চলবে কেমনে? ২০২৪ হয়তো এর খানিকটা উত্তর দিতে পারবে।