আসল কথা হল, কে কোন অবস্থান থেকে দেখছি। ডাক্তারবাবু প্রবল গর্বে ও দর্পে বলতেই পারেন, ‘আপনি সামান্য একটা বাচ্চার মৃত্যুর কারণে আমাকে দুষছেন! জানেন, কত হাজার হাজার শিশু আমার কাছে জীবন ফিরে পেয়েছে!’ ডাক্তার শতাংশ হিসাবে ব্যস্ত। সন্তানহারা মায়ের কাছে তো একটায় একটা, একশো শতাংশ।