‘মুখোমুখি দেখা হওয়া তো মানুষ ভুলেই গিয়েছে। মানুষকে আর মানুষই রাখেনি ইন্টারনেট। তাতে অনেক সময়ই সাধারণ স্বাভাবিক মানুষকে রহস্যে মোড়া ভিলেন বানিয়ে দিচ্ছে নেট দুনিয়া।’ (দ্য ডার্ক নেট: জ্যামি বার্টলেট)।
দুশমনকে ধাওয়া করছি। প্রাণপণে দৌড়চ্ছে সে। পালাতে পালাতেও কোনওমতে সে তার প্যান্টটা ধরে রেখেছে। ফ্যাসিস্তদের খতম করার জন্য বন্দুক তুলে নিয়েছি। কিন্তু যে লোকটা পালাচ্ছে, সে আর যাই হোক, ফ্যাসিস্ত নয়। সে তোমার আমার মতোই।’ (লুকিং ব্যাক অন স্প্যানিশ সিভিল ওয়ার: জর্জ অরওয়েল)।
সাইকেডেলিক স্বপ্ন
স্বপ্নের মধ্যে ০ আর ১ ভেসে চলেছে। শান্তভাবে ধীর লয়ে চলেছে সৃষ্টির আদি রহস্যের চাবিকাঠি নিয়ে হাজার হাজার গণিতের আদি দুই সদস্য। এ এক সংখ্যা নদীর স্রোত। পরিভাষায় যাদের বলা হয় বাইনারি নম্বর। বিশ্বের যাবতীয় বৈজ্ঞানিক অগ্রগতির মূল জিয়নকাঠি। কিন্ত যত সময় যাচ্ছে, সংখ্যা নদী আর আগের মতো শান্ত থাকছে না। অস্থির হয়ে উঠছে। ঢেউ আছড়ে পড়ছে কূলে। সংখ্যাগুলো কূল ছাপিয়ে আসতে শুরু করছে।