ভারতের সংবিধানের ‘মৌলিক কর্তব্য ৫১এ(এইচ)ধারা’য় বলা হয়েছে:
‘ভারতের প্রতিটি নাগরিকের কর্তব্য হবে বিজ্ঞানমনস্কতা,মানবিকতা এবং অনুসন্ধান আর সংস্কারসাধনের প্রবৃত্তির বিকাশ ঘটানো।’ (‘It shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism and spirit of inquiry and reform.’)
পৃথিবীর সব দেশের সংবিধান অনুধাবনের সুযোগ হয়নি;কিন্তু যে–কটি সংবিধান নিয়ে নাড়াচাড়া করেছি তার কোনওটিতেই এই ‘বিজ্ঞানমনস্কতা’ (scientific temper) গড়ে তোলার বিষয়টিকে প্রতিটি নাগরিকের কর্তব্য বলে চিহ্ণিত করা হয়নি। এ দিক থেকে ভারতের সংবিধান যথার্থই অনন্য।
এই উপলক্ষে কয়েকটি সুপরিচিত দেশের সংবিধান নিয়ে দু’ কথা বললে মন্দ হয় না।