সোয়া পাঁচ লক্ষ মানুষের মড়ক দেখল আমার দেশ। এই ভারতবর্ষ। কাল করোনার কাছে অসহায় প্রাণ সমর্পণ! এখনও তারই ফল বয়ে বেড়াচ্ছি আমরা। আজও শিরোনাম সেই করোনা! এত ডোজ রক্তে নিলাম, এ অতিমার তবু পিছু ছাড়ল না তো! অভিসন্ধি দুরভিসন্ধি অনেকে অনেক কিছুই খুঁজেছে, খুঁজে চলেছে। বোকাসোকা মানুষ তা বুঝতেই পারে না। তাদের কানে কানে কারা যেন বলে যায়: আসছে, আসছে মহা উৎসব! অমৃত মহোৎসব! মানুষ ভাবে, সুদিন আসছে, আর আমাকে পথে পথে…। হা হা হা! হ্যাংলা খাবি? না, আঁচাবো কোথায়?
১৯৪৭ থেকে ২০২২। ঠিক পঁচাত্তর বছরের রাজকাহানিয়া। বিদেশ থেকে স্বদেশ। রাজা বদলাল। প্রজাতন্ত্রী সরকার পেলাম। তারপর…। কা রে বাবুয়া? কুছ মিলা কেয়া? ফ্যালফেলিয়ে তাকায় সে। রাজার চারণ নুন-গান গায়, গান শুনে সে ভাবে, দিন যাবে এমনি স্বপ্ন খেয়ে! তো আমাদের এই সাধের স্বাধীনতার প্ল্যাটিনাম জয়ন্তী গেল অগস্টের পনেরোয়। সে কী চাট্টিখানি কথা! তবে চলো, দেখি ক্যামন ছিল সে প্ল্যাটিনামের মাহাত্ম্য।